নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করা করোনার সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু সেই লকডাউনকে উপেক্ষা করে গোপনে চলছিল মসজিদে নামাজ পড়া। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল হুগলীর চুঁচুড়ায়। অভিযোগ, শুক্রবার দুপুরে চুঁচুড়ার তালডাঙায় অবস্থিত জুম্মা মসজিদে, কিশোর থেকে বৃদ্ধ বয়সের প্রায় ৬০ থেকে ৭০ জন মানুষ নমাজ পড়ার জন্য জড়ো হন এবং নামাজ পাঠও চলে। সূত্রের খবর, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়া থানার পুলিশকর্মীরা। আর তাঁদের দেখেই নমাজ পড়া ছেড়ে দিয়ে মসজিদের পিছনের দিকে থাকা ঝোপঝাড়ের মধ্যে পালিয়ে কয়েকজন। মসজিদ কমিটিকে সর্তকতা জানিয়েছে পুলিশ। এবং হাতজোড় করে পুলিশ অনুরোধ জানিয়ে মসজিদ বন্ধ রাখার। অন্যদিকে, স্থানীয়দের দাবি বার বার বারন করা স্বত্তেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।