July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গোটা বিশ্বে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত 71 হাজার মানুষ

চীনের উহান থেকে উৎপত্তি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে | দিনদিন ক্রমশ করোনা ভাইরাসের গ্রাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা | তার সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও | কোনভাবেই রাশ টানা যাচ্ছে না এই সংখ্যার | গোটা বিশ্বে শুধু মাত্র 1 দিনে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন 71 হাজার মানুষ | তার মধ্যে একদিনে মৃত্যু হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষের | ক্রমশ আক্রান্তের গতি বৃদ্ধি পাচ্ছে |

এই পরিস্থিতিতে সংকটজনক অবস্থায় আমেরিকা, ইতালি, ফ্রান্স ও স্পেনে | সারা বিশ্বে ইতিমধ্যেই মারন ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে মোট 1 লাখের বেশী মানুষের | সারা বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 16 লক্ষ্যে বেশি মানুষ | মৃত্যুর সংখ্যা নিরিখে সবথেকে শীর্ষে রয়েছে ইতালি | এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 19 হাজার মানুষের | পাশাপাশি সেখানে আক্রান্ত হয়েছে 1 লক্ষ 47 হাজার মানুষ | ইতালির পরই আছে আমেরিকা, সেখানে মৃত্যু হয়েছে 18 হাজারের বেশি মানুষের | সেখানে আক্রান্ত হয়েছে 4 লাখ 78 হাজার মানুষ | তৃতীয় স্থানে রয়েছে স্পেন সেখানে মৃত্যু হয়েছে প্রায় 15 হাজার মানুষের | পাশাপাশি সেখানে আক্রান্তের সংখ্যা 1 লাখ 57 হাজার | চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, সেখানে মৃত্যুর সংখ্যা সংখ্যা প্রায় 10 হাজার ছাপিয়ে গিয়েছে |