‘গোলি মারো’ স্লোগানের জেরে ফের শহর থেকে গ্রেফতার আরও এক বিজেপি কর্মী। অভিযুক্তের নাম প্রশান্ত সরকার। তিনি সোদপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত রবিবার কলকাতায় শহিদ মিনারে বিজেপির মিছিল থেকে তাঁকে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেথা গিয়োছে সিসিটিভিতে। তারপরই তার খোঁজ শুরু হয়েছিল। শেষপর্যন্ত বুধবার সোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবারও আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে প্রায় ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানো, ৫০৫ ধারায় জনগণকে ভয় দেখানো, ৫০৬ ধারায় হুমকি, ৩৪ ধারায় ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।