December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গৃহবন্দী বুমরাহ বল ছেড়ে হাতে তুলে নিলেন ফুল গাছ

করোনা ভাইরাসের আতঙ্কে এই পরিস্থিতিতে ঘরবন্দি সকলে৷ সারা বছর হাতে ব্যাট নিয়ে পেশাদারী ব্যস্ততার মধ্যে জীবন কাটানো ক্রীড়াব্যক্তিত্বরাও গৃহবন্দী এখন৷ সারাবছর ক্রিকেটের একাধিক ক্রীড়াসূচীর মধ্যে সেভাবে বাড়িতে সময় কাটাতে পারেন না ক্রিকেটাররা কিন্তু এখন এই রকম পরিস্থিতিতে ব্যস্ত খেলয়াড়রা গৃহবন্দি হয়েছেন৷ সারা বছর ব্যস্ততার জন্য যেসব কাজগুলো পূরণ করা হয় না গৃহবন্দী থাকাকালীন এই সবগুলি পূরণ করছেন তারা৷ যেমন হোম কোয়ারেন্টাইন এ থেকে একেবারে নিজস্ব পছন্দ মত সময় কাটাচ্ছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। ব্যাট বল ছেড়ে এবার তিনি হাতে তুলেছেন ফুল গাছ৷ ওয়ানডে সিরিজের পাশাপাশি টেস্টেও ব্যর্থ হয়েছেন 26 বছর বয়সী বুমরা,এরপরে করোনা আতঙ্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় ছন্দে ফেরার সুযোগ পাননি তিনি৷ তার ঠিক পরেই করোনা ভাইরাস এর জেরে গৃহবন্দী পরিস্থিতিতে অবসর সময়টুকু বাড়িতে গাছের চারা বসিয়ে সময় কাটাচ্ছে বুমরাহ৷ তিনি তার একটি ছবি পোস্ট করেন টুইটারে সেখানে তিনি লিখেছেন, “এই সময়টা মন দিয়ে কাজে লাগাচ্ছি, জীবনের কিছু ভালোলাগা বিষয় এই ভিন্ন ক্ষেত্রগুলিতে নজর দিতে পেরে ভাল লাগছে।”