নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর শ্বশুরবাড়ি সদস্যদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাপের বাড়ি সদস্য প্রতিবেশীরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা থানার বেতালিয়া কাছে অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে রাস্তায় দাঁড়িয়ে থেকে শতাধিক গাড়ি ও যাত্রীবাহী বাস। মারিশদা থানা পুলিশ এসে অবরোধ কারীদের বুঝিয়া অবরোধ তুলে দেয়। প্রসঙ্গত গত 14 ই মার্চ গৃহবধূ সাবেরুন বিবিকে অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করে শশুর বাড়ির সদস্যরা পালিয়ে যায়। এরপর বাপের বাড়ির সদস্যরা জানতে পেরে হাসপাতালে হাজির হয়। রাতেই গৃহবধূ হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনা পর মিটার শশুর বাড়ির সদস্যরা এলাকা ছাড়া রয়েছে বলে পুলিশের দাবি। এরপর মিটার বাপের বাড়ির সদস্যরা কাজী থানায় অভিযোগ দায়ের। কিন্তু পুলিশ অভিযোগ দিলেও কোন ডাইরি নম্বর দেয়নি বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বাপের বাড়ি সদস্য। তবে আগামী দিনে ওই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের নাম হুঁশিয়ারি দেন তারা।