গুটকার গাড়ির আড়ালে মাদক পাচার করতে গিয়ে ঘোলার মুরাগাছা থেকে গ্রেফতার চার। পুলিশ সূত্রের খবর, গতকাল সকালে গোপন সূত্রে খবর পেয়ে একটি গুটকা বোঝাই কন্টেনার আটক করে তারা। সেই কন্টেনার থেকে 97টি কার্টুন থেকে 9700 বোতল পেনিসিলিন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি 220 ব্যাগ গুটকাও বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে চারজনকে গ্রেফতার করে রামবিজয় সিং চালক, মহম্মদ গুলজার খালাসী, সুমন মন্ডল কাশিপুর বাড়ি, আকাশ ঘোষ রানাঘাট বাড়ি। ঘোলা থানার পুলিশ 8(সি), 21(সি), 25, 29 নডিপিসি অ্যাক্টে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রের খবর, ট্রাকটি আসছিল উত্তর প্রদেশ থেকে। মুরাগাছা মাল নামানোর সময় গোপন সূত্রে খবর পায়। সেই খবরের ভিত্তিতে মুরাগাছা থেকে ওই ট্রাকটি আটক করা হয়।