করোনা আক্রান্ত হয়ে অনুষ্ঠানে যোগদান করার অভিযোগে ‘এফআইআর’ দায়ের করা হল কণিকা কাপুরের বিরুদ্ধে। জানা গিয়েছে, তার বিরুদ্ধে ‘এফআইআর’ দায়ের করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ।
যেখানে করোনা ভাইরাসের মতো মারণ এই সং ক্রমন রোগ নিয়ে ভয়ে থর থর কম্পমান গোটা বিশ্ব। সেখানে এই সংক্রমণ রোগ নিয়ে কি ভাবে তিনি অনুষ্ঠানে যোগ দিলেন,সেই বিষয়ে গায়িকার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে সকলের মধ্যে।
সূত্রের খবর,কণিকা কাপুরের এই সংক্রমণ রোগ নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনউয়ের এক স্বাস্থ্য আধিকারিক।
এর সঙ্গে আরো জানা গিয়েছে, কণিকা কাপুরের এই অনুষ্ঠানে যে সমস্থ রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন, ঘটনাটি সকলের সামনে আসতেই তারাও নিজেদের গৃহবন্দি করে হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন সকলেই।