গর্ভপাতের উর্দ্ধসীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সুপারিশ করল কেন্দ্র। সূত্রের খবর, বুধবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, আগামী বাজেট অধিবেশনেই সংসদে এই বিল পেশ করা হবে। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে গর্ভপাতের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন মহিলা। মহিলাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও এই উর্দ্ধসীমা বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন।
সেই পরামর্শ মেনেই নতুন বিল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। জানাযায়, মাস চারেক আগে গর্ভপাতের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম বকোর্টে একটি আবেদন জমা পড়ে। আবেদনকারী গর্ভপাতের উর্দ্ধসীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার দাবি জানিয়েছিলেন। সেই সময় এনিয়ে বিবেচনা করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল কেন্দ্র সরকার। এরপরই নতুন আইনের খসড়া তৈরি করা হয়।