গরু পাচার মামলায় এবার গ্রেপ্তার করা হলো অনুব্রত মণ্ডলকে | বৃহস্পতিবার সকালে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছান সিবিআই | আগে থেকেই সিবিআই এর কাছে ছিল সার্চ ওয়ারেন্ট | সিবিআই মোট ২ কম্পানির আধা সেনা জওয়ান নিয়ে যায় বলে জানা যায় । এর পরই অনুব্রত মন্ডলের বাড়ি ঘিরে ফেলেন আধা সেনা জওয়ানরা |
অনুব্রত মণ্ডলের বাড়িতে থাকা সকলের ফোন বাজেয়াপ্ত করা হয় । পাশাপাশি বাড়িতে চলতে থাকে তল্লাশি । অনুব্রত মণ্ডল ক্রমাগত তদন্তের অসহযোগিতা করেন বলে অভিযোগ সিবিআই এর | পাশাপাশি গ্রেফতারি পর দুর্গাপুরের অফিসে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে | আজ অনুব্রত মণ্ডল কে প্রথমবার অভিযুক্ত হিসেবে নোটিশ দেওয়া হয় । এর আগে দশবার সাক্ষী হিসেবে নোটিশ দেওয়া হয়েছিল তাকে |
More Stories
আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি! তার আগে বদল হল নির্যাতিতার স্লোগান
ডাক্তারদের এবার কাজে ফেরার নির্দেশ
দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে, আপাতত রোদ ঝলমলে আবহাওয়া