করোনা ভাইরাস সংক্রমণ রুখতে বুধবার থেকে দেশজুড়ে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। কিন্তু সাধারন মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে এত দিন সব বন্ধ থাকলে খাওয়া জুটবে কি করে। তাঁদের কথা মাথায় রেখে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকডাউনের সময় দেশের মানুষকে কী সুবিধা দেওয়া হবে সে বিষয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, ‘লকডাউনের সময় দেশের মানুষের যাতে খাদ্যের অভাব না হয় তার জন্য নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। ভয়াবহ এই সময়ে কেউ যাতে অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি না করে সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।’ তিনি আরও জানান, “গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে। এই সময়ে দেশের সমস্ত গরিব মানুষকে তিনটাকা কিলো দরে চাল ও দুটাকা কিলো দরে গম দেওয়া হবে। শস্তায় কিংবা সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষার ব্যবস্থা মাধ্যমে প্রয়োজনে আগামী তিনমাসের এই রেশন চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আজকের বৈঠকে চুক্তিভিত্তিক শ্রমিকদের নির্দিষ্ট সময়ে টাকা মেটানোর কথাও বলা হয়েছে।”