দেশে ক্রমশ জটিল হচ্ছে করোনার পরিস্থিতি | যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | করোনা মোকাবিলায় লকডাউন রাখা হয়েছে গোটা দেশকে | যার জেরে বন্ধ রাখা হয়েছে মদের দোকান | এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে মদ পাচারের ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরে | সেখানে গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০ ব্যারেল দেশী মদ উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ ও আবগারি দপ্তর অমৃত বেড়িয়ার লক গেটে অভিযান চালায়। এক দেশি নৌকায় করে ২০ লিটার করে প্রায় ৩০ ব্যারেল দেশি মদ নদী পথে এনে এলাকায় পাচার করার চেষ্টা করছিল কিছু মানুষ, পুলিশ অভিযান চালালে নৌকায় থাকা চোরাকার বারিরা ছিটকে পালিয়ে যায়। ইতিমধ্যে মদ সহ নৌকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে এত মদ কোথা থেকে এল তদন্ত করে দেখছে পুলিশ, পাশাপাশি ঐ নৌকার মালিকের খোঁজ শুরু করেছে। যদিও এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।