October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গত ৭২ ঘণ্টার পরও অগ্নিগর্ভ দিল্লি, শান্তি বজায় রাখার আরজি জানালেন যুবি ও শেহবাগ

গত ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অগ্নিগর্ভ দিল্লি। ইতিমধ্যে সংঘর্ষে প্রান হারিয়েছে ২৭ জন। এমন পরিস্থিতিতে সকলকে শান্তি বজায় রাখার আরজি জানালেন যুবি ও শেহবাগ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্তির আগুনে জ্বলছে রাজধানী দিল্লি। আর তাতে প্রাণ হারাতে হয় দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল সহ অনেক মানুষ জনকে।

আশান্তি এতটাই চরমে পৌছায় যে আধা সামরিক বাহিনী তা সামাল দিতে না পারায় অবশেষে রাজধানীকে শান্ত করতে দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ওপর। দায়িত্ব পেতেই শান্তি ফেরাতে শক্ত হাতে কাজ শুরু করেছেন অজিত দোভাল। আর এই দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, প্রাক্তন ক্রীকেটার শেহওয়াগ সহ যুবি ও ইরফানরা।

টুইটারে প্রাক্তন ভারতীয় ওপেনার শেহওয়াগ বলেন, “দিল্লিতে যা হচ্ছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। সকলকে অনুরোধ শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। এই হিংসায় রাজধানীর বুকে ক্ষতচিহ্ন তৈরি হচ্ছে।” দিল্লির শান্তি ফেরাতে যুবির আশা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকার নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। অন্যদিকে পাঠান লেখেন, “কে দেশের শান্তির প্রতীক হবে? আমার মনে, হয় এই আশা না করে নিজেদেরই সেই দায়িত্ব নিতে হবে। শান্তি ফিরুক।” সকলের প্রার্থনা, রাজধানীর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। যদিও দিন দুয়েক আগেই রতন লালের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন প্রাক্তন ভারতীয় তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তিনি লেখেন, “গণতন্ত্রে প্রতিবাদের ভাষা কখনও হিংসা হতে পারে না। সকলকে শান্ত হওয়ার আরজি জানাচ্ছি। আর দিল্লি পুলিশের কাছে অনুরোধ অপরাধীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক।”