October 6, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গত ২৪ ঘন্টায় রেকর্ড ২৬০০ জনের মৃত্যু আমেরিকায়!

করোনা ভাইরাসের থাবা দাবানলের মত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। শত চেষ্টা করেও এই ভাইরাসকে কোন ভাবে প্রতিহত করা যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই যেন ক্রমশ বাড়ছে এই ভাইরাসের দাপট। এখনো পর্যন্ত দেশের সবকটি দেশের মধ্যে মৃত্যুর দিক থেকে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৬০০ জনের। প্রতিদিন মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে চলায়,যেন মৃত্যু মিছিল চলছে আমেরিকাজুড়ে। এখনো পর্যন্ত আমেরিকায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৬ জন। যা অন্যান্য দেশগুলো থেকে অনেকটাই বেশি। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের আক্রান্ত ছড়িয়ে পড়ছে তখন লকডাউন জারি করতে কিছুটা দেরি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তাতেই হু হু করে বাড়তে শুরু করে আমেরিকায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই নিউইয়ক কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সোশ্যাল ডিস্ট্যান্স এর বার্তা দিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারেনি ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনার বিরুদ্ধে এই লড়াই চলবে। তার দাবি করোনার ‘পিক’ আমেরিকা কাটিয়ে উঠেছে।