গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনার আতঙ্ক স্পষ্ট। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা থেকে বাঁচার জন্য নানা পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে পরিবহন থেকে এই মারণ রোগের সংক্রমণ ঠেকাতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। কলকাতায় রাজ্য পরিবহন নিগমের বাস ডিপো গুলোয় শুরু করা হল জীবাণুনাশক ছড়ানোর কাজ।
শহরের স্টেট ট্রান্সপোর্টের ২৬ টির মধ্যে ১৫টি ডিপোতে শুক্রবার ও ১১টি ডিপোতে শনিবার শুরু হয়েছে স্প্রে করার কাজ। ভাইরাস মোকাবিলার প্রস্তুতি হিসেবে আপাতত নিয়মিত ব্যবধানে ওই কাজ চলবে। হাওড়া, সল্টলেক, পাঁচ নম্বর সেক্টর ছাড়াও করুণাময়ী, নীলগঞ্জ, বেলঘরিয়া, পাইকপাড়া, মানিকতলা, গড়িয়া, কসবা-সহ সব ডিপোতেই ওই কাজ শুরু হচ্ছে।
নিগমের আধিকারিকদের দাবি, বছরভর সাধারণ ভাবে বাস পরিচ্ছন্ন রাখার কাজ চললেও করোনা সংক্রমণের আশঙ্কায় তাঁদের একাধিক প্রস্তুতি নিতে হচ্ছে। বাসকর্মীদের কথা ভেবে ভাইরাস মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করা হতে পারে বলেও খবর। এরসঙ্গে যাত্রী সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আধিকারিকরা।