April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গণবিবাহের আসরে আদিবাসী নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী

মালদহে গণবিবাহের আসরে মুখ্যমন্ত্রী। পা মেলালেন আদিবাসী নাচে। ঘুরে দেখলেন বিয়ের আসর। মাতৃস্নেহে ঠিক করে দিলেন বর-কনের টোপর। সূত্রের খবর, মালদহে আদিবাসীদের হিন্দুমতে বিয়ে দিয়ে ধর্মান্তকরণের যে অভিযোগ উঠেছিল সেই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিয়েছিলেন গণবিবাহের আয়োজনের। সেই মতো মালদহে বৃহস্পতিবার গণবিবাহের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বিবাহ প্রাঙ্গণে হাজির হন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই তিনি জানান, “শুধু মালদহ নয় আগামীতে রাজ্যের বিভিন্ন জেলায় আদিবাসীদের গণবিবাহের আয়োজন করা হবে। শীঘ্রই উত্তরবঙ্গের চা-বলয়ের আদিবাসী শ্রমিকদের নিয়ে গণবিবাহের আয়োজন করা হবে “। মঞ্চ থেকে নেমে তিনি চলে যান বর-কনেদের কাছে। বর-কনেদের হাতে উপহার তুলে দিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তালে পা মেলান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে খুশির জোয়ারে ভাসেন হবু দম্পতি থেকে শুরু করে স্থানীয়রা।