
মালদাঃ-গঙ্গা নদীর জল বাড়তেই পূর্ব রেলের মালদা ডিভিশন এর সর্তকতা । বিভিন্ন এলাকার রেল লাইনঘেঁষে বইছে নদীর জল । রেল কালভাট নিচ দিয়ে প্রচন্ড স্রোতে বইছে নদীর জল। এই মত অবস্থায় দূরপাল্লার বেশকিছু ট্রেনের রুট ঘোরানো হয়েছে পাশাপাশি 13 ট্রেন বাতিল করা হয়েছে।
মালদা রেলওয়ে ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার জানান বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। গঙ্গার জল বাড়াই সাহেবগঞ্জ থেকে ভাগলপুর আবার ভাগলপুর থেকে জামালপুর রেল লাইনে ঘেঁষে গেছে। পাশাপাশি রেল ব্রিজের গার্ডার ছুঁয়ে গেছে। তাই আমরা বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছি। পাশাপাশি মালদা থেকে ফারাক্কা এক্সপ্রেস ব্রহ্মপুত্র মেল কাঠিহার হয়ে দিল্লি যাচ্ছে। ভাগলপুর সাহেবগঞ্জ ,জামালপুর ,জয়নগর, মুঙ্গের, এর বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে ট্রাক থেকে জল নিচে নামার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
More Stories
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে