October 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গঙ্গায় দেহ ভাসতে দেখে আতঙ্ক এলাকাবাসীদের, সমস্যায় মাছ ব্যবসায়ীরা

মালদাঃ-বিহার এবং উওর প্রদেশ গঙ্গা দিয়ে মানিকচকে ভেসে আসতে পারে দেহ এই নিয়ে রয়েছে আতঙ্ক। তানিয়ে ব্যবসা লাটে উটার জোগার মানিকচকের মাছ ব্যাবসায়ীদের।

বিহার-উওর প্রদেশের গাজিপুর শহরে ভাসতে দেখা গেছে শয়ে শয়ে মৃত্যু দেহ।এইদেহ গুলি গঙ্গানদী দিয়ে মানিকচকে ভেসে আসতে পারে দেহ।তানিয়ে আগেয় সতর্ক করেছেন মালদা পুলিশ প্রশাসন।এই নিয়ে নজরদারিও বাড়িয়ে মানিকচক ঘাটে মানিকচক পুলিশ প্রশাসন।

যদিও এখন পযর্ন্ত কোন দেহ ভেসে আসেনি।আর এই খবর ছড়িয়ে পরতেই জনজীবনে ব্যাপক প্রভাব পরেছে।বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন মানিকচকের মৎস্যজীবীরা।গঙ্গার জল নাকি দূষিত হয়ে গেছে ওই জলের মাছ খেলে রোগ হবে।এই আতঙ্কে মাছ বাজারে কমেছে ভিড়।

আগে যে মাছের দাম ছিল কেজি প্রতি ২৮০ থেকে ৩০০ টাকা।সেই মাছের দাম এখন কেজি প্রতি ১৬০ থেকে ১৫০ টাকা।এইভাবে মাছের দাম কমাতে হতাশ মাছ ব্যাবসায়ীরা।আতঙ্ক হয়ে পরেছেন ক্রেতা রাও।