October 9, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

খেলতে খেলতে মিড ডে মিলের ফুটন্ত কড়াইতে পড়ে মৃত্যু এক শিশুর

মিড ডে মিলের ফুটন্ত কড়াইতে পড়ে মৃত্যু এক শিশুর। জানা গেছে, মিড ডে মিল রান্না হচ্ছিল উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি স্কুলে। সেখানেই খেলা করছিল বছর তিনেকের এক শিশু। পাশেই ছিল রাঁধুনি। খেলতে খেলতে গরম কড়াইতে ছিটকে পড়ে খুদে। অভিযোগ, রাঁধুনি সামনে উপস্থিত থাকলেও, তার কানে ছিল হেডফোন। তাই শিশু কী করছে, সেদিকে খেয়াল ছিল না তার। তাই শিশুটি কখন অসাবধানতা বশত গরম কড়াইয়ে ছিটকে পড়ছে সেটা খেয়াল করেনি রাঁধুনি। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় এফআইআর দায়ের করেছে নিহত শিশুর পরিবার। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। শুশুটির পরিবারের বক্তব্য, “রাঁধুনি সারাক্ষণই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাই সে বুঝতেই পারেনি কখন শিশু ফুটন্ত কড়াইতে পড়ে গেল। তাই শিশুটি যখন পড়ে গেল তখন দেখতে পায়নি। মোবাইল ছেড়ে শিশুর দিকে খেয়াল রাখলে এমন ঘটত না।”