June 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

খাদের কিনারে সরকার, তাও আত্মবিশ্বাসী কমল নাথ

ভাঙবে তবু মচকাবে না, বাংলার এই প্রবাদবাক্যই এখন মধ্যপ্রদেশের বাস্তব চিত্র। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পর প্রায় খাদের কিনারে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার। কিন্তু তাও ময়দান ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁর বাসভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে তিনি জানান যুদ্ধের জন্য সবরকম ভাবে প্রস্তুত তাঁর দল। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি।

দলীয় বিধায়কদের উদ্দেশে কমলনাথের ঘোষণা, বিজেপিকে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চ্যালেঞ্জ জানাবেন তাঁরা।
সুত্রের খবর, বৈঠকে হাজির ছিলেন ৯৪ জন দলীয় বিধায়ক ও চার নির্দল বিধায়ক। ওই বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং-ও। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক।