দেশজুড়ে করোনা ভাইরাসের থাবায় আতঙ্কিত গোটা দেশবাসী৷ এই পরিস্থিতিতে লকডাউন গোটা দেশ৷ তার জেরে বন্ধ বিমান সংস্থাগুলিও৷ এবার খরচ কমাতে বিমান সংস্থাগুলি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ কর্মীদের বেতন ছাটাইয়ের পাশাপাশি যাত্রীদের খাবার দেওয়ার ব্যবস্থাও বন্ধ করতে চলেছে বিমান সংস্থাগুলি৷ তবে যাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইন্ডিগো সংস্থা৷
সূত্রের খবর বিমানের পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো সংস্থা। জানা গিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স এর সিইও রনজয় দত্ত কর্মীদের ইমেল মারফত জানিয়েছেন, যাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এবং বিমানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা জানান তিনি৷ এই পরিস্থিতিতে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার কথা বলা হয়েছে৷ তাই লকডাউন উঠে যাবার পর বিজনেস ও ইকোনোমিক ক্লাসের তিনটি সিটের ক্ষেত্রে মাঝের সিটে কোন যাত্রী থাকবে না৷ ফলে দুই যাত্রীর মধ্যে কিছুটা দূরত্ব বজায় থাকবে৷ এতদিন বিমান পরিষেবা বন্ধ থাকায় বেশ লোকসান হয়েছে বলে মনে করা হচ্ছে৷ফল লকডাউন এর মেয়াদ বাড়লে বিমান সংস্থাগুলির খুব বড় প্রভাব পড়বে বলে করা হচ্ছে৷