October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার পথে, বাঁধার মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: গত বুধবার ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গা। রবিবার সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করতে যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষের। কিন্তু যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

জানা গিয়েছে, এদিন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ডের কাছে তাঁর গাড়ি আটকায় নন্দকুমার থানার পুলিশ। এখানেই শেষ নয় পুলিশের সামনে দিলীপ ঘোষ স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ইতিমধ্যেই এই ঘটনা ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি।