December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমফান


ক্রমশ জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। আরো বেশি শক্তিশালী হয়ে রাজ্যের উপর ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। প্রতি ঘন্টায় ১৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই ঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে সোমবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝড়ো হাওয়া।

পাশাপাশি মঙ্গলবার ও বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা হয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামকে খালি করার কাজ শুরু করেছে প্রশাসন। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য যে ট্রেনগুলো চলছিল সেগুলি কেও ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের বিপর্যয় মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় পৌঁছে গিয়েছে ১৭ টি বিপর্যয় মোকাবিলা দল।

মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে এবং ওড়িশায় এই ঘূর্ণিঝড় ভয়ানক প্রভাব ফেলবে বলে আশঙ্খা করা হচ্ছে। ১৯ তারিখের পর ঝড়ের গতিবেগ থাকবে ৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামী ২১ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।