December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্রমশ বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু 68

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৷শুক্রবারের তুলনায় শনিবার এক লাফে অনেকটা বেড়ে গেল কোভিড-19 এ আক্রান্তের সংখ্যা ৷এখনো পর্যন্ত ভারতের তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে মৃত্যু হয়েছে 68 জন মানুষের৷ যদিও 183 জন মানুষ মারন ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷
তবে দেশের বাকি অন্যান্য রাজ্যগুলির মধ্যে এখনো পর্যন্ত মহারাষ্ট্র আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে৷ এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা 823 জন৷ মৃত্যু হয়েছে 19 জনের৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ডের সংখ্যা 63 ,এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের৷ রাজধানী দিল্লিতে 386 জন মানুষের শরীরে কোভিড-19 এর সংক্রমণের হদিস মিলেছে৷ মৃত্যু হয়েছে 6 জনের। তামিলনাড়ুতে করোনা আক্রান্তে হদিস মিলেছে 411 জনের শরীরে৷ প্রতি মুহূর্তে বেড়েই চলেছে এই মারণ ভাইরাসের থাবায় আক্রান্তের সংখ্যা৷ তবে এই মারণ ভাইরাসের মোকাবিলায় তৎপর রয়েছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই। করোনা মোকাবিলায় দেশবাসীর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তারা।