করাল করোনা ছোবলে প্রতিক্ষণে বাড়ছে বিশ্বে মৃত্যুর সংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এখনো পর্যন্ত গোটা বিশ্ব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 50 হাজার ছাড়িয়ে গিয়েছেI পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন মোট 10 লক্ষের বেশি মানুষ৷ তবে দুই লক্ষ্যের বেশি মানুষ এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে৷ এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে মারা গিয়েছে ইতালিতে৷ এখনও পর্যন্ত ইতালিতে প্রায় 14 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ফ্রান্সে মারা গিয়েছে চার হাজারের বেশি মানুষ৷ইরানে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ এখনো পর্যন্ত বিশ্বে করোনার গ্রাসে অব্যাহত মৃত্যু-মিছিল৷শুধুমাত্র ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছেন 760 জন৷ স্পেনে 616 জন, শুধু মাত্র 1 দিনে মারা গেছেন৷
পাশাপাশি ভারতেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 2341 জন , প্রাণ হারিয়েছেন মোট 72 জন মানুষ৷যত দিন যাচ্ছে ততই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা।তবে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে গোটা বিশ্ব।