July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্রমশ ঘূর্ণিঝড় আমফান এগিয়ে আসছে স্থল ভাগের দিকে, বাড়ছে আশঙ্কা


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ক্রমশ ঘূর্ণিঝড় আমফানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থল ভাগের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র। এনডিআরএফ এর টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষ জন ঘুরে বেড়াচ্ছে বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। দীর্ঘ লকডাউনে দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে। তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্টল খুলে জিনিসপত্র বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশি ভাবাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধ কালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে। হাত লাগিয়েছে গ্রাম বাসীরাও। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে এলাকার মানুষজনদের। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। হালকা হাওয়া বইছে। দিঘা সহ মন্দারমনি হলদিয়াতে প্রশাসনের মাইকিং নজর দারি চালানো চলেছে। সমুদ্রের গতিবিধি ধীরে ধীরে বদলাচ্ছে।