করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব এস্ত | যত দিন যাচ্ছে ততই যেন পরিস্থিতি আরও জটিল হচ্ছে | ক্রমশ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসের আক্রান্তে মৃত্যুর সংখ্যা 10 হাজার ছাড়িয়ে গেছে | প্রশাসনের তরফ থেকে লকডাউন জারি করা হয়েছে গোটা দেশে | আমেরিকার পরিস্থিতি দিন দিন সংকটজনক হওয়ায়, লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহে আমেরিকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে |
আমেরিকায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলায় অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে | অর্থনীতি ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে | এখনো পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ | সেখানে মোট আক্রান্তের সংখ্যা 3 লাখ 68 হাজার এর কাছাকাছি | তবে জানা যাচ্ছে, করোনা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসার জিনিসপত্রের অভাব দেখা দিচ্ছে আমেরিকায় | ফলে মৃত্যু আশঙ্কা বাড়ায় ভয়ে কাঁপছে মার্কিন মুলুক |
অন্যদিকে এই পরিস্থিতিতে ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছে আমেরিকা | তবে উল্লেখ্য করোনা সংকট পরিস্থিতিতে যাতে হাইড্রক্সিক্লোরোকুইনের অকাল না পড়ে তাই গত 25 মার্চ এই প্রতিষেধক রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত | তবে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ভারত সেই প্রতিষেধকের রপ্তানি ছাড়পত্র দিতে পারে বলে মনে করা হচ্ছে |