April 27, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ক্যান্সার আক্রান্তে প্রান হারালেন বলিউডের তরুণ অভিনেতা মোহিত বাঘেল


একের পর এক দুঃসংবাদ আসছে বলিউডে। ইরফান খান এবং ঋষি কাপুরের পর এবার বলিউডের আকাশ থেকে খসে পরল আরো এক নক্ষত্র। মাত্র ২৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের প্রতিভাবান অভিনেতা মোহিত বাঘেল। এরপর গত ডিসেম্বরে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

এর পরেই শনিবার চির নিদ্রায় শায়িত হলেন তরুণ অভিনেতা মোহিত বাঘেল। তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা। সালমান খানের জনপ্রিয় সিনেমা “রেডি” তে অভিনয় করতে দেখা গিয়েছিল মোহিত বাঘেলকে। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি তিনি ” বান্টি অওর বাবলি ২” ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা-র সঙ্গে কাজ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড।