April 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

‘ক্যান্সারে আক্রান্ত আমি’, যথাযথ ওষুধ ও খাবার পাচ্ছিনা, জানালেন গোয়ায় আটক পড়া অভিনেত্রী নাফিসা

করোনা রুখতে প্রধান মন্ত্রীর নির্দেশ মতোই গোটা দেশে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে গোয়ায় আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী নাফিসা আলি। শুধু তাই নয়, লকডাউনের জেরে গোয়ার মরজিমের অবস্থা ভাল নেই। সেখানকার মানুষ বেজায় অসুবিধার মধ্যে রয়েছেন। সেই অসুবিধার শিকার হয়েছেন নাফিসাও। অভিনেত্রী জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। ৬৫ বছর বয়সী ক্যান্সারে আক্রান্ত তিনি। ফলে ঠিক সময় তাঁর খাবার যেমন জরুরি, তেমনি জরুরি তাঁর ওষুধও। অথচ, লকডাউনের জেরে খাবার থেকে ওষুধ কিছুই পাচ্ছেন না তিনি। ঘরে সবজি, ফল কিছুই নেই। ফলে শুকনো খাবার যেটুকু মজুদ ছিল, তাই খেয়েই কাটছে দিন। স্থানীয় সব ওষুধের দোকান বন্ধ হওয়ায় তিনি ওষুধ পাচ্ছেন না। চরম অসুবিধায় রয়েছেন তিনি। একথাও জানান তিনি।