September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ক্যানিংয়ের ছায়া রাজ্যের আরও দুই জেলায়

রাজ্যের আরও দুই জেলায় ‘বাংলার গর্ব মমতা’ প্রকল্পের সূচনার দিনই রাজ্যের শাসকদলের অন্তর্কলহ একেবারে প্রকাশ্যে। ঘটনাটি ঘটেছে, মালদহের মালতীপুর বিধানসভা এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে দুই গোষ্ঠীর মধ্যে বেঁধে গেল বিরোধ। সূত্রের খবর, মালদহের মালতীপুরে কর্মসূচির সূচনায় মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও ডাক পাননি দলের পুরনো নেতা-কর্মীরা। আর সেই ক্ষোভ উগরে দিয়ে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীরা। পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠায় চাঁচোল দু’নম্বর ব্লকের মালতীপুর কমিউনিটি হলে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিটি কার্যত ভেস্তে যায়। এমনকী এই কর্মসূচি শুরু হওয়ার আগে মঞ্চে কারা বসবে এনিয়েও একপ্রস্থ উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই গোষ্ঠীর মধ্যে। একটা সময়ে বাঁশের ডান্ডা নিয়ে একে অপরের দিকে তেড়ে যেতেও দেখা গিয়েছে নেতাকর্মীদের। অপরদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও একই পরিস্থিতি। অভিযোগ, কাউন্সিলর থেকে মেয়র পারিষদ সদস্য, এমনকী শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা আমন্ত্রণই পেলেন না এই কর্মসূচিতে।