September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোয়ারেন্টিন জন্য এবার ঠিকানা নৌকায়

নিজস্ব প্রতিনিধি: কোয়ারেন্টিন জন্য এবার ঠিকানা নৌকায়। হাসপাতাল বা বাড়িতে নয় নৌকায় কোয়ারেন্টিন এ রয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ডোবা পাড়া গ্রামে। টাঙ্গন নদীতে নৌকার ওপর পড়ে রয়েছেন এই ব্যক্তি। তার বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। সম্প্রতি হবিবপুরের বুলবুলচন্ডী তে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। বাইরে থেকে আশায় এলাকার মানুষ তার বাড়িতে থাকা নিয়ে আপত্তি করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসকরা চিকিৎসার পর তাকে ১৪দিন আলাদা থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়র বাড়িতে অপর্যাপ্ত ঘর থাকায় এই বৃদ্ধ সিদ্ধান্ত নেন তিনি নৌকার উপর দিন যাপন করবেন। এরপর থেকেই তিনি নৌকার ওপর কোয়ারেন্টিন করে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিবপুর বিডিও।