March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কোলাঘাটকে জীবাণুমুক্ত করার উদ্যোগ বড়িশা স্বামীজি একাডেমির

ইতিমধ্যেই করোনা মোকাবিলায় তৎপর হয়ে গিয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর, এর পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠনে থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠন, ইতিমধ্যেই রাজ্যের দুস্থ পরিবার থেকে শুরু করে কর্মহারা মানুষদের সুবিধার্থে জন্য এগিয়ে এসেছে এসব সংগঠন গুলি, এছাড়াও এলাকাকে সুরক্ষিত রাখতে এলাকা থেকে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করা হচ্ছে ব্লক কত সাল থেকে শুরু করে সমাজ সেবী সংগঠন গুলো.

সেই লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত বড়িশা স্বামীজি একাডেমির পক্ষ থেকে বড়িশা এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হল। এখানেই শেষ নয় বর্তমান ভাইরাসের সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে, বিনা কারণে যাতে বাড়ির বাইরে না বেরোয় এলাকার মানুষ সেই বিষয় নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছে এই সংগঠনের পক্ষ থেকে। আর এই উদ্যোগকে দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার প্রশাসনসহ সমাজ সেবী মানুষেরা।