বর্তমানে নোবেল করোনা ভাইরাসের আতঙ্কের ফলে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আইসিডিএস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তারই মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদের পুষ্টির দিক ভেবে সাপ্তাহিক ছেলে-মেয়েদের খাবারের নানান সামগ্রী প্রদান করার নির্দেশ দিয়েছে বর্তমান রাজ্য সরকার, সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বারবরিশা প্রাথমিক বিদ্যালয় এ সোমবার স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের দু কেজি করে আলু চালু করল স্কুলের তরফ থেকে, শুধু তাই নয় এদিন শিক্ষক-শিক্ষিকারা অভিভাবকদের এই ভাইরাসের প্রতি সচেতন থাকার ও নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখার সচেতন জানানো স্কুলের তরফ থেকে, আর এতেই আপ্লুত অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষেরা। অন্য দিকে স্কুলের শিক্ষিকা কৃষ্ণা হাজরার দাবি অবিলম্বে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, এবং এই ভাইরাসের ফলে আমরাও রয়েছি আতঙ্কে, আমাদের সুরক্ষার জন্য যাতে সরকার কিছু ব্যবস্থা নেয়, শুধু তাই নয় আমরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এসব কর্ম করে যাচ্ছি আমাদের সুরক্ষার জন্য যাতে সরকার কিছু ব্যবস্থা করে, এমন টাই জানায় স্কুলের এক শিক্ষিকা।