June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কোনও দিনই করোনার টিকা আবিষ্কার সম্ভব নাও হতে পারে, আশঙ্কার বাণী WHO এর

করোনার করাল গ্রাস থেকে বিশ্বকে বাঁচাতে মরিয়া চেষ্টা চলছে বিশ্বজুড়ে। করোনার টিকার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে গবেষকরা। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ১০০টি টিকা নিয়েও কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের প্রয়োগ মানবশরীরে করার কাজ বা ‘হিউম্যান ট্রায়াল’ চলছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, “এমনটা হতে পারে যে কোনও দিনই করোনার টিকা বেরল না। এমন কিছু ভাইরাস আছে, যাদের বিরুদ্ধে এখনও আমরা টিকা আবিষ্কার করতে পারিনি। যেমন HIV বা ডেঙ্গু। কোভিড-১৯-এর টিকা আদৌ বেরবে কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। তেমন প্রতিষেধক নাও বেরতে পারে। যদি কোনও টিকা বেরও হয়, তা হলে সেটা বাজারে আসার আগে সব পরীক্ষায় পাশ করবে কি না, তারও কোনও গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।”