March 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসল কোচবিহার জেলা বিজেপি

বিভিন্ন দাবিতে রাজ্যের সাথে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসল কোচবিহার জেলা বিজেপি ।অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায় সহ অন্যান্য জেলা নেতৃত্ব । গোটা রাজ্যে মানুষকে সঠিক পরিমাণে জিনিস দেওয়ার পাশাপাশি বিজেপি নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে ত্রাণ বিতরণ । এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।সেই কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে এদিন কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে সামনে অবস্থান-বিক্ষোভ জেলা বিজেপি নেতা কর্মীরা ।

কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা বলেন, সাধারণ মানুষকে এসব দ্রব্য থেকে বঞ্চিত করা হচ্ছে । বিজেপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে ।কেন্দ্র সরকার যখন সমস্ত জিনিস পাঠাচ্ছে তখন মানুষের সনে সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পাচ্ছেন না । শুধু তাই নয় রাজ্যের বহু শ্রমিক চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে । তাদের ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।