September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

কেরোসিনের লম্ফ উলটে আগুন, ঝলসে মৃত্যু ২ শিশুর

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আগুনে ঝলসে মৃত্যু হল দুই শিশুকন্যার। সূত্রের খবর, শনিবার সন্ধেবেলা দুই মেয়েকে বাড়িতে রেখে দাসপুরের মাগুড়িয়া গ্রামের অরুণ সামন্ত ও তাঁর স্ত্রী বেরিয়েছিলেন। ৫ বছরের সুদীপা এবং বছর তিনেকের যশোদা ঘরে খেলা করছিল। পাশেই জ্বলছিল কেরোসিনের লম্ফ। দুই বোনের খেলার মাঝে আচমকাই লম্ফটি উলটে পড়ে যায়। আগুন ধরে যায় ঘরে। পরে তা ক্রমেই সেখান থেকে খড়ের চালে আগুন পৌঁছতেই তার লেলিহান শিখা গ্রাস করে গোটা বাড়িটাকে। ফলে দুই শিশু ঘর থেকে বেরতে না পারায় আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় দু’জনের। অকস্মাৎ এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে গোটা পরিবারে।