September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কেরলে চা, জল পাচ্ছেন না অ্যাম্বুল্যান্স চালকরা

কেরলে কুসংস্কারের শিকার অ্যাম্বুল্যান্স চালকরা, সংক্রমণের ভয়ে পাচ্ছেন না জল। ছুটি ছাড়াই লকডাউনে টানা কাজ করে চলেছেন অ্যাম্বুল্যান্স চালকরা। বাড়ি ফেরারও কোনও পথ নেই। সংক্রমণের ভয়ে পরিজনেদের সঙ্গে তাঁদের যোগাযোগের ভরসা তাই কেবলমাত্র ফোন। সূত্রের খবর, কেরলে বিনামূল্যে দেওয়া হচ্ছে অ্যাম্বুল্যান্স পরিষেবা। টানা ১৮ ঘণ্টা করে কাজ করছেন এই চালকরা। তবে করোনা আক্রান্তদের যাঁরা পৌঁছে দিচ্ছেন হাসপাতালে তাদের জল বিক্রি করতে চাইছে না খাবারের দোকানগুলি। করোনা সংক্রমণের ভয়ে তাঁরা এই ব্যবহারের শিকার। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “কেরলের এক অ্যাম্বুল্যান্স চালক সামান্য চা চাইলে এলেও তাঁকে বিক্রি করতে রাজি হননি দোকানি। শুধুমাত্র করোনা আক্রান্তদের সংস্পর্ষে আসার জন্য তাঁদের এইভাবে হেনস্তা করা হচ্ছে।”