
করোনার পর কেরলে এবার নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স। গত সপ্তাহে একজন আক্রান্তের হদিশ মিলেছিল দক্ষিণের রাজ্যটিতে। এবার আরও একজনের খোঁজ মিলল। সব মিলিয়ে গত সাত দিনের মধ্যে দেশে এমপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। কেরল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এমপক্সে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি এর্নাকুলামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল |
এখনও পর্যন্ত ভাইরাসটির স্ট্রেন শনাক্তকরণ করা যায়নি। মাঙ্কিপক্স ভাইরাসের উপস্থিতি মিলতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে। কোথাও সংক্রমণের খোঁজ পেলে দ্রুত পদক্ষেপের পাশাপাশি সংক্রমণ ঠেকানোর পরিকল্পনা করে রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র। কেন্দ্রের তরফে মাঙ্কিপক্সের চিকিৎসা বা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের নির্দেশাবলিও দেওয়া হয়েছে।
More Stories
ভয়াবহ বিমান দুর্ঘটনা
কানাডার মসনদে বদল হতেই ইতিবাচক সাড়া ভারতের
কলকাতায় 81 পার্সেন্টের বেশি গ্রাহক শেয়ার নিয়েছে জিও ফাইবার