এবার কেমো নিতে গিয়ে করনায় আক্রান্ত হলেন এক ক্যান্সার রোগী। সূত্রের খবর, কাচডিহা গ্রামের 50 -বছর বয়সি ওই মহিলা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। লকডাউন এর মধ্যেই গত 16 এপ্রিল তিনি তৃতীয় কেমো নিতে গিয়েছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। বাড়ির লোকজন থাকে সেখানে ভর্তি করে বাড়ি ফিরে আসেন। এরপর সেই থেকে ওই হাসপাতালেই রয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, ভর্তি থাকা কালিন তার শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত 30 এপ্রিল তার লালা রসের নমুনা সংগ্রহ করা হয়। জানা যায় তিনি করোনা পজিটিভ। এরপর সেখান থেকে তাকে উলুবেড়িয়ার সঞ্জীবনী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে ওই মহিলা সংস্পর্শে কারা কারা এসেছেন তার খোঁজখবর নেয়া শুরু হয়েছে, এবং তার পাশাপাশি মহিলার বাড়িতে তার স্বামী পুত্র ও পুত্রবধু মেয়ে জামাই দুই নাতি এবং যে গাড়ি করে তাকে হাওড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে এমনটাই সূত্রের খবর। তাঁদের রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর.।