করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল এয়ার ইন্ডিয়া। সে দেশে হোক বা বিদেশে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এবার প্রয়োজনীয় সবজি এবং ফল দিয়ে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান উড়ল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এবং লন্ডনে। ফেরার পথে বিমান দুটি জার্মানি এবং লন্ডন থেকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে ফিরবে।
বিশ্বের এই সংকটময় মুহূর্তে কেন্দ্রের ‘কৃষি উড়ান’ প্রকল্পের আওতায় এই কাজে শামিল হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। সূত্রের খবর, কভিড-১৯ মোকাবিলায় এয়ার ইন্ডিয়ার মোট ১১৯ টি বিমান কাজ করছে প্রয়োজনীয় জিনিসপত্র আনানেওয়ার জন্য।
এছাড়া বেসরকারি সংস্থাগুলির মধ্যে স্পাইসজেট, ইন্ডিগোও আপৎকালীন পরিস্থিতিতে পণ্য পরিবহণকারী বিমান পরিষেবা চালু করেছে। অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, স্পাইস জেট এই কাজে সবচেয়ে এগিয়ে। হালকা থেকে ভারী –সমস্ত পণ্য নিয়ে বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা দিয়ে চলেছে।