বিশ্ব জুড়ে এই মুহূর্তে ত্রাসের প্রাধান কারন নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ। দুনিয়ায় এখনও পর্যন্ত ৮ হাজার মানুষের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ছাড়িয়েছে ২ লাখ। পৃথিবীর বহু বিজ্ঞানী এই মারণ ভাইরাস নিয়ে লাগাতার গবেষণা চালাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে গুজব রটেছে যে কোভিড-১৯ ভাইরাস নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
তবে এই জল্পনায় জল ঢেলেছে এক নতুন গবেষণা। সদ্য করোনা ভাইরাস নিয়ে একটি নতুন গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার মেডিসিন পত্রিকায়। নোভেল করোনা ভাইরাস সার্স-কো ভি-২ বা কোভিড-১৯ ও তার সম্পর্কীত ভাইরাসগুলির জিনের গঠন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। নোভেল করোনা ভাইরাস কৃত্রিমভাবে তৈরির হয়েছে বলে গবেষণায় কোনও প্রমাণ মেলেনি। বিজ্ঞানীদের দাবি, স্বাভাবিক বিবর্তনের ফলেই এগুলি তৈরি হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা হয়নি।