September 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কুসুমন্ডি ব্লকে ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি


নিজেস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে গত বুধবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পাট ও ভুট্টা চাষে। ওইদিন রাতের ঝড়ের তাণ্ডবে ব্লকের দুই নম্বর করঞ্জি অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই ব্লকের প্রায় ১০০ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে চাষিরা জানিয়েছেন। ঝড়ে পাট ও ভুট্টা গাছ ভেঙে গিয়ে এই ক্ষতি হয়েছে বলে কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস জানিয়েছেন। তিনি জানান, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে উপর মহলে জানাবো, যাতে ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষতিপূরণ পান। এনিয়ে এক ভুট্টা চাষী কিনু মহম্মদ বলেন, গতরাতের ঝড় আর বৃষ্টি দাপটে খেতের ভুট্টা ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেল। পাট চাষি মুকুল আলীর দাবি, ঝড়ে তারও কয়েক বিঘা জমির পাট নষ্ট হয়েছে।