‘লাল সিং চাড্ডা’ সুপার ফ্লপ হওয়ার পর থেকে নিজেকে সিনেমার পর্দা থেকে দূরেই রেখেছেন আমির খান। এখন শুধু তাঁর মন ছবি প্রযোজনায়। তবে বলিউডের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আমির খানকে নাকি দেখা যাবে ‘তারে জমিন পর’ ছবির সিক্য়ুয়েলে। তবে এই নিয়ে মুখ খোলেননি আমির খান। তবে এবার খবর, বহুদিন ধরে টালবাহানায় থাকা কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করার জন্য নাকি অবশেষে রাজি হয়েছেন আমির খান। আর এই ছবিটা তৈরি করছেন অনুরাগ বসু! বলিউড ছবির প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে নাকি আলোচনা করছেন আমির(Aamir khan) ও অনুরাগ।
পরিচালক অনুরাগ বসু ও সুজিত সরকার বহুদিন ধরেই কিশোর কুমারের জীবনকে সিনেমার(Kishore Kumar Biopic) পর্দায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকী, শোনা গিয়েছিল এই ছবির জন্য নাকি রণবীর কাপুরকে কিশোর চরিত্রে ভাবা হয়ে গিয়েছিল। কিন্তু কোন না কোনও কারণে সেই ছবি তৈরি একেবারে বন্ধ হয়ে যায়। শোনা যায়, কিশোর কুমারের পরিবার থেকে ঠিকঠাক অনুমতি না পাওয়ার জন্যই নাকি কিশোর কুমারকে নিয়ে সেই ছবি তৈরি থেকে কিছুটা হলেও পিছপা হন পরিচালকরা।
More Stories
রোশান পরিবারের গল্প নিয়ে আসছে ‘দ্য রোশনস’
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত