ফের জঙ্গি হামলার জেরে প্রান গেল তিন সিআরপিএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে। ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছে। সূত্রের খবর, শনিবার ওই এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেসময় তাদের একটি গাড়ির উপর আচমকা হামলা চালায় কয়েকজন জঙ্গি। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। ঘটনায় জখম হল তিন জওয়ান। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দুই জওয়ানের মৃত্যু হয়। বাকি একজনের কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পরেই মারা যান।