September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কালীঘাট মন্দির চত্বরের ভিখারিদের পাশে দাঁড়িয়েছে আলিপুরের একটি জনপ্রিয় দুর্গাপূজা কমিটি

পেটের দায়ে লকডাউনে পেশা বদল করেছে বহু মানুষ| লকডাউন কেড়ে নিয়েছে বহু মানুষের কাজ| বহু মানুষ লকডাউনে করোনা থেকে বাঁচতে করেছেন ওয়ার্ক ফ্রম হোম| তবে ওঁদের রুটি-রুজি সবই কালীঘাট মন্দিরকে কেন্দ্র করে|

দীর্ঘদিন মন্দির বন্ধ থাকায় দৈন দশা কালীঘাট মন্দির চত্বরের ভিখারিদের| তাঁদের পাশে দাঁড়িয়েছে আলিপুরের একটি জনপ্রিয় দুর্গাপূজা কমিটি| মন্দির চত্বরের প্রায় 100 ভিখারির হাতে তুলে দেওয়া হয় রেশন| আগামী দিনেও তাঁদের পাশে থাকার অঙ্গীকার রেখেছে এই পুজো কমিটি|