বৃহষ্পতিবার দুপুরে কাল বৈশাখীর ঝড়ের দাপটে দক্ষিন দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যদিও প্রশাসনের তরফে এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে ঝড়ের গতিবেগ প্রবল থাকায় ও বৃষ্টি চলায় বালুরঘাট শহর সংলগ্ন আশ পাশের গ্রাম বোয়ালদার, খাসপুর, দেবীপুর, হৃদয়পুর গ্রাম গুলির থেকে বেশ কিছু টিনের বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
রাস্তার উপর ভেঙে পড়ে বেশ কিছু গাছ। পাশাপাশি বালুরঘাট শহরের হাইস্কুল ময়দানে লকডাউনের জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা বালুরঘাট পুরবাজারের ঘর গুলি ভেঙে পড়েছে। এছাড়াও বালুরঘাট শহরে প্রবেশের প্রধান বালুরঘাট – মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর গাছ পড়ে গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটেছে। যদিও খবর পেয়ে পিডাব্লিউডির কর্মীরা ওই গাছ কেটে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।