বিশ্ব জুড়ে ত্রাস ছড়িয়েছে নোভেলকরোনা ভাইরাস। সেই তালিকায় বাদ নেই ভারতের নামও। এই মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে ২১ দিনের লক ডাউন চলছে দেশ জুড়ে। কিন্তু তা স্বত্তেও সাধারণ মানুষের সচেতনতার অভাব দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। ইতিমধ্যেই একাধিকবার নানা রকম ভাবে পুলিশ ও প্রসাশনকে দেখা গিয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী পালন করছেন পুলিশ ও প্রশাসন। তেমনই, বৌবাজার থানার এডিশনাল ওসি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের ভাবনায় তৈরি একটি ভিডিও বার্তা, যেখানে বলা হয়েছে করোনার থেকে বাঁচতে গেলে লক ডাউনই এক মাত্র ভরসা। তাই সকলকে ঘরে থাকতে ও সুস্থ থাকতে বার্তা দেওয়া হয়েছে ওই ভিডিওতে।