কানে হেড ফোন লাগিয়ে রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার ফুলেশ্বর স্টেশনের কাছে। সূএের খবর, ওই দিন সকাল ৮ টা নাগাদ অজ্ঞাত পরিচয়ের এক যুবক কানে হেড ফোন দিয়ে রেললাইন পারাপার হচ্ছিলেন। সেই সময় আচমকাই আপ ফলকনামা এক্সপ্রেস এসে পড়ায়, ট্রেনটি ধাক্কা মারে ওই যুবককে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।