
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কাঞ্চন মল্লিকের ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। অন্তহীন কাটাছেঁড়া চলছে। যার জেরে সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করে দিয়েছেন। নিন্দায় সরব হয়েছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেকেই। সেই ইস্যুতে বিতর্ক বাড়তেই মুখ খুললেন তারকা বিধায়ক।
কাঞ্চন মল্লিকের এহেন মন্তব্যের পর ‘বন্ধু তালিকা’ থেকে তাঁকে বাদ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর মন্তব্য, “কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।”
More Stories
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান
শুটিং করতে গিয়ে হাটুতে চোট পেয়েছেন হৃত্বিক রোশন
নতুন মানুষের প্রেমে হাবুডুবু মিস্টার পারফেক্ট