December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু এক বাইক আরোহীর

গঙ্গারামপুর:কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী প্রাণসাগর রাজ্য সড়কের বুড়িদিঘী এলাকায়।ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে।পুলিশ জানিয়েছে ওই বাইক আরোহীর নাম আব্বাস আলী(৪৫), বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৭নং জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের খরপা এলাকায়।পেশায় ছিলেন একজন ব্যবসায়ী।পরিবার সূত্রে খবর মঙ্গলবার পুকুর খননের কাজ সেরে ফুলবাড়ী প্রাণসাগর রাজ্য সড়কে হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যক্তি।সেই সময় বুড়িদিঘি এলাকায় পেছন দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে বাইক আরোহীকে। ঘটনায় গুরুতর আহত হয় ওই বাইক আরোহী।বিষয়টি এলাকার মানুষের নজরে আসতেই আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ব্যক্তিকে। অপরদিকে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় লরি।এদিন এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকায় জুড়ে।ঘটনার পরে বুধবার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে মৃত ব্যক্তির আত্মীয়রা জানিয়েছেন