July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কাঁটাতারের ওপাড়ে থাকা ভারতীয়দের জন্য অর্থসাহায্য স্টেট ব্যাঙ্কের

কাটাতারের ওপারে থাকা বাসিন্দাদের মধ্যে থাকা জন-ধন যোজনা একাউন্টধারীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ভারতীয় স্টেট ব্যাংক। দক্ষিন দিনাজপুর জেলার হিলি সীমান্তের উচাগোবীন্দপুর এলাকার কাটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় বাসিন্দাদের মধ্যে জনধন একাউন্টধারীদের হাতে টাকা তুলে দিতে ভারতীয় স্টেট ব্যাংকের নির্দেশে তাদের হিলি শাকার গ্রাহক সেবা কেন্দ্রের তরফে কাটাতারের এপারে খোলা হয় কাউন্টার। বি এস এফ এর তত্ববধানে কাটাতারের বেড়ার গেট খুলে এক এক করে জনধন একাউন্টধারী গন কে এপারে নিয়ে এসে তাদের হাতে জনধন যোজনার টাকা তুলে দেয় ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীরা।

প্রসংগত গত ১০ এপ্রিল করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন এবং বিএসএফ বৈঠক করে হিলি সীমান্ত সিল করে দেয়। পাশাপাশি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের বাসিন্দাদের যাতায়াতে উপর বিধিনিষেধ আরোপ করে প্রশাসন। জরুরিকালীন ছাড়া ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। সীমান্তের ওপারে খাবার সামগ্রীর জোগান স্বাভাবিক রাখতে পঞ্চায়েত থেকে মুদি, সবজির দোকানে সামগ্রী পাঠানোর উদ্যোগ নেওযা হয় প্রশাসনের তরফে । জিরো লাইন বরাবর অতিরিক্ত বিএসএফ জওযান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করে সীমান্ত রক্ষীবাহিনী ও।